শনিবার জাপার মহাসমাবেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

জাতীয় পার্টিরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২০ অক্টোবর) সকালে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। এ সমাবেশ সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। দিনব্যাপী পার্টির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও বিভিন্ন অঙ্গসংগঠন প্রস্তুতিসভা করেছে। প্রতিটি সভাতেই জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসমাবেশ সফল করতে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর টিকাটুলীতে সুত্রাপুর ও গেন্ডারিয়া থানা জাপার এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলসহ নগর নেতারা।

শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্ব সভায় দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলামসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। সভায় রুহুল আমিন হাওলাদার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ মহাসমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। আমরা লাখো জনতার উপস্থিতিতে প্রমাণ করবো, জাতীয় পার্টি এককভাবেই ক্ষমতায় যাওয়ার সামর্থ্য রাখে।

একইস্থানে জাতীয় যুব সংহতি ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিরও প্রস্তুতি সভা করেছে। দলের মহাসচিব সেখানেও বক্তব্য রাখেন।

এদিকে, বিকালে রাজধানীর লালবাগে জাপার মহাসমাবেশ সফল করতে আমলীগোলায় এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রসমাজ যৌথসভা করেছে।