বাজেট জনবান্ধব হয়েছে: জিএম কাদের

জাতীয় পার্টির সংবাদ সম্মেলন২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘সংশোধনীতে হত দরিদ্র, তরুণ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ যেন কাটছাট না হয়।’

শনিবার (১৫ জুন) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রস্তাবিত বাজেটে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন। 

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘বাজেটে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সেবায় বরাদ্দ বৃদ্ধি, কৃষিতে প্রণোদনা এবং ভতুর্কি আরও বাড়াতে সরকারের প্রতি আহ্বান  জানাচ্ছি।’

জনকল্যাণমূলক খাতসমূহ যাতে বরাদ্দ ছাটাইয়ের আওতায় না পড়ে সেদিকে লক্ষ্য লাখতে হবে বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘রাজস্ব ও উন্নয়ন উভয় বাজেটের বরাদ্দকৃত অর্থের পুনর্বণ্ঠনে এ বিষয়টি প্রযোজ্য।’

বিদেশি ঋণ সময়ই কঠিন শর্তসহ দেওয়া হয় বলে দাবি করে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, ‘এ ধরনের ঋণের বোঝা বেশি ভারী হয়। ভবিষ্যতে এ ধরনের ঋণ দেশের অর্থনীতিতে দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সরকারকে সর্তক হতে হবে।’

জিএম কাদের আরও বলেন, বাজেটে আয়কর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, যে পদ্ধতির মাধ্যমে করা হবে বলা হয়েছে তা বর্তমান আয়কর বিভাগের অপর্যাপ্ত অবকাঠামো ও লোকবলের কারণে প্রায় অসম্ভব।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মাহসচিব মসিউর রহমান রাঙ্গা, দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, একরাম হোসেন মিয়া প্রমুখ।