ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিলো জাপা

জাতীয় পার্টি২০১৮-১৯ সালের জাতীয় পার্টির আয়-ব্যয়ের হিসাববিবরণী নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করেছে জাতীয় পার্টি (জাপা)। পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

বুধবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন ও কেন্দ্রীয় সদস্য লিটন মিয়াজী নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাববিবরণী জমা দিয়েছেন।

খন্দকার দেলোয়ার জালালী জানান, ২০১৮-২০১৯ সালে জাতীয় পার্টির আয় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার এবং ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা।