‘সংঘাতে বাধ্য করলে জাপা পিছপা হবে না’

ফেনী জেলা বিএনপি নেতা ভিপি জহির ও ভিপি বেলালের নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের জাপায় যোগদান অনুষ্ঠান জাতীয় পার্টি (জাপা) শান্তির রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আমরা কারও সঙ্গে সংঘাতে জড়াবো না। তবে কোনও শক্তি সংঘাতে বাধ্য করলে জাপা পিছপা হবে না।’  বুধবার (১৮ ডিসেম্বর) দলটির চেয়ারম্যানের বনানী অফিসে ফেনী জেলা বিএনপি নেতা ভিপি জহির ও ভিপি বেলালের নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের জাপায় যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘দেশের রাজনীতিতে  শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা পূরণে একমাত্র রাজনৈতিক শক্তি জাপা। বর্তমান বাস্তবতায় জাপা সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাপায় যোগ দিচ্ছেন। অনেকেই যোগ দিতে যোগাযোগ করছেন পার্টির সঙ্গে।’

জাপার মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘যারা অন্য দল থেকে জাপায় যোগ দিচ্ছেন, তাদের যোগ্যতা অনুযায়ী সম্মান দেওয়া হবে।’ তিনি বলেন, ‘যে সব আসনে জাপার সংসদ সদস্য ছিলেন, সেগুলো আমরা আগামী নির্বাচনে পুনরুদ্ধার করতে চাই। তাই দলকে আরও শক্তিশালী করতে হবে।’

দলটির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী জেলা জাপার সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে  যোগদান অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী প্রমুখ।