নেতৃত্ব নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে ভোট করবো: জিএম কাদের

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরদলের নেতৃত্বে আসার ক্ষেত্রে চাকচিক্যের চেয়ে আন্তরিকতায় বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘জাপার নেতৃত্ব নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে ভোট করবো। সেভাবেই আমাদের প্রস্তুতি আছে।’  শনিবার (২১ ডিসেম্বর) জাপার বনানী কার্যালয়ে পার্টির সম্পাদকমণ্ডলীর বৈঠকে তিনি এসব কথা করেন।

জিএম কাদের বলেন, ‘কাউন্সিল দুই বছরের পরিবর্তে তিন বছর করার কথা আলোচনায় এসেছে। অন্য দলগুলোর গঠনতন্ত্র বিশ্লেষণ করে বিষয়টি আমরা বিবেচনা করে দেখব।’ তিনি আরও বলেন, ‘কারণ কাউন্সিল হলে অনেক সময় গোলমাল সৃষ্টি হয়।’

দলে যারা টাকা দিয়ে রাজনীতি করতে চান, তাদের উদ্দেশে জিএম কাদের বলেন, ‘‘এখন রাজনীতি বদলে গেছে। ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন, অন্যরা কর্মী নন, যেন কর্মচারী। ‘আমি টাকা দেবো, আমি নেতা, অন্যরা আমার কর্মচারী।’ আমি এ ধারা থেকে দলকে বের করে আনতে চাই।’’

কাউন্সিলের প্রসঙ্গ টেনে জিএম কাদের বলেন, ‘আমি যদি পয়সা দিয়ে আপনাদের আনি, তাহলে আপনাদের কণ্ঠ শোনার কোনও প্রয়োজন নেই। আর আপনি যদি পার্টি করেন, তাহলে নিজের গরজেই আসবেন। পার্টির পদ পরিচয় দিয়ে কিছু না কিছু মর্যাদা পান। আপনাদের এ পদের মর্যাদা প্রতিষ্ঠা করতে অনেকে শ্রম দিয়ে গেছেন।’

সভায় উপস্থিত সাদ এরশাদ এমপির প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘সাদ এরশাদ আজ প্রথম আমাদের সঙ্গে ফোরামের বৈঠকে বসেছেন। দোয়া করি, আল্লাহ যেন তাকে রাজনীতিতে অনেক অবদান রাখার সুযোগ দেন। আপনারাও তার জন্য দোয়া করবেন।’

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘যারা এ মিটিংয়ে থাকবেন না, তারা যত বড় ক্ষমতাধরই হোক, ভবিষ্যতে কমিটিতে তাদের কোনও জায়গা হবে না।’

সভায় আরও বক্তব্য রাখেন—প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক শাহ-ই আজম, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট লাকী বেগম, ডা. সেলিমা খান প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন—প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।