করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাপা


জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও সাধারণ সভায় জিএম কাদের করোনা ভাইরাস মোকাবিলায় সরকারকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। তাই ঘনবসতি ও দরিদ্র দেশ হিসেবে বাংলাদেশের সরকারকে আগাম প্রস্তুতি নিতে হবে।’
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো ‘মরার ওপর খাড়ার ঘা’ বলে মন্তব্য করেন তিনি।  বলেন, ‘বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি না করে বিষয়টি পুনরায় বিবেচনা করতে পারে সরকার।’
কাদের মনে করেন, ভর্তুকি কমাতেই বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হয়েছে। কিন্তু দেশের হত দরিদ্র মানুষের সুবিধার কথা বিবেচনা করেই তো সরকার ভর্তুকি দেয়।
তিনি বলেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে  উৎপাদন,পরিবহন ও মার্কেটিংয়ের খরচ বৃদ্ধি পায়। এতে পণ্যমূল্য বেড়ে যাবে অনেক। এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ দিশেহারা। তাই বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হবে না।’
জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম খান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় প্রমুখ।