গাজায় সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জানালেন রওশন এরশাদ

জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা এবং পশ্চিম তীর ও গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার (১২ মে) এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘গত কয়েক দিন ধরে মুসল্লিদের ওপর হামলার পর আল আকসা মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, যা মানবাধিকার, মানবিক মানদণ্ড এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।’

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘ইসরায়েল ও হামাসের তীব্র শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে সারা রাত ধরে পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলা হয়েছে। এতে গাজায় ৩৫ জন ও ইসরায়েলে পাঁচ জন নিহত হয়েছেন।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী, ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার থাকলেও উপাসনার সময় রাষ্ট্রীয় কোনও বাহিনীর এভাবে হামলার নজির কেবল ইসরায়েলই সম্ভব। ইসরায়েলের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ভূমিকা নিতে হবে।’

এই হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘২০১৪ সালের গাজা যুদ্ধের পর ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। এ পরিস্থিতি আরও নাজুক হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন আশঙ্কায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।’

রওশন বলেন, ‘রমজান মাসে জেরুজালেমে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর সহিংসতার এসব ঘটনা ঘটলো। এই উত্তেজনার সময় আল আকসা মসজিদ ও এর আশপাশে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি প্রতিবাদকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।’