সরকার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে মেগা কমিশনের জন্য: বাবলু

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু  অভিযোগ করেছেন, সরকার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে মেগা কমিশনের জন্য। তিনি বলেন, ‘লুটপাটের জন্যই দেশের মানুষ এখনও করোনার টিকা পাচ্ছে না। দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে জাতীয় পার্টি সব সময় সোচ্চার থাকবে।’

বুধবার (২৩ জুন) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ গ্রন্থের প্রকাশক আহসান আদেলুর রহমান এমপির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘গ্রাম-গঞ্জে এবং শহরের ফুটপাতেও চাঁদাবাজি চলছে। সরকার দলীয় ক্যাডারদের বেপরোয়া চাঁদাবাজিতে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছে। করোনার সংক্রমণ বেড়েছে, হাসপাতালে জায়গা নেই।’

তিনি আরও বলেন, ‘জুয়া আর ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। কারণ, জড়িত সবাই সরকার দলীয় লোক।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে, হুসেইন মুহম্মদ এরশাদের অবদান ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাস থেকে হুসেইন মুহম্মদ এরশাদের  অবদান কখনোই মুছে ফেলা যাবে না।’