সম্প্রীতি বিনষ্টের সব ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেবো: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘কোনও অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। সম্প্রীতি বিনষ্টের সব ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেবো।’ বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী, রমনা কালিমন্দির এবং রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব মন্তব্য করেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘শুধু হিন্দু সম্প্রদায় নয়, সর্বজনীন দুর্গোৎসবে দেশের মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে অংশ নেয়।’

জাপা সংসদ সদস্যের আশা, ‘দেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। একইসঙ্গে আরও সুসংহত হবে দেশের অসাম্প্রদায়িক চেতনা।’ 

জিএম কাদের উল্লেখ করেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ সব ধর্ম পালনে শ্রদ্ধাশীল ছিলেন। জাপা চেয়ারম্যানের কথায়, ‘দাঙ্গাজনিত কারণে প্রায় ৫০ বছর রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়নি। হুসেইন মুহম্মদ এরশাদ দেশ পরিচালনার সময় ১৯৮৯ সালে আবারও জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা দেখা যায়। সেই থেকে প্রতিবছর উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হচ্ছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীর শুভদিনকে সরকারি ছুটি ঘোষণা করেন। তিনি হিন্দু কল্যাণ ট্রাস্ট গঠন করেছিলেন। মন্দির নির্মাণ ও সংস্কারে তাঁর আন্তরিক সহায়তা ছিল সর্বজনবিদিত।’

চেয়ারম্যানের সঙ্গে এ সময় আরও ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।