ভারতে মহানবীকে (সা.) অবমাননার নিন্দা জানালেন রওশন এরশাদ

ভারতে মহানবীকে (সা.) অবমাননার নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, বিশ্বের ১৮০ কোটি মুসলমানের নেতা আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.)।  প্রিয় নবীর বিরুদ্ধে ভারতের কিছু রাজনৈতিক নেতার যে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বিবৃতি দেওয়া হয়েছে তার নিন্দা জানাই।

তিনি আরও বলেন, এ ধরনের বিবৃতি আমাদের হৃদয়, মন ও আত্মাকে গভীরভাবে আঘাত করে। বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য এ ধরনের বিবৃতি আমরা আশা করি না।