রওশনকে বিদায় জানালেন জিএম কাদেরসহ সিনিয়র নেতারা

৮ দিন ঢাকায় থাকার পর আবারও চিকিৎসার কাজে ব্যাংকক গেলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার (৫ জুলাই)  থাই এয়ারওয়েজ এর একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওয়ানা হন তিনি। তার বিদেশযাত্রায় বিদায় জানাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ দলটির সিনিয়র নেতারা বিমানবন্দরে যান।

জাপা সূত্র জানিয়েছে,  রওশন এরশাদকে বিদায় জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। এসময় আরও ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপিসহ আরও অনেকে।

ব্যাংকক যাত্রায় রওশনের সঙ্গী হয়েছেন ছেলে রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও  পরিবারের সদস্যরা।