ইভিএমেই নির্বাচন হবে: রওশন এরশাদ

গত মাসে (সেপ্টেম্বরে) ধারণ করা এক ভিডিও বার্তায় জাতীয় পার্টির নেতা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জানিয়েছেন, আগামী মাসে (অক্টোবরে) তিনি দেশে ফিরবেন। পাশাপাশি তিনি এও জানান, জাতীয় পার্টি নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে। সেই নির্বাচন ইভিএমেই হবে। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ভিডিওটি প্রচারিত হয়। বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন গোলাম মসিহ।

ভিডিওতে রওশন এরশাদ উল্লেখ করেছেন, জাতীয় পার্টি নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো। ইভিএমে নির্বাচন করবো। সারা বিশ্বে এখন ইভিএম চলছে। কাজেই আমাদের দেশে ইভিএমে নির্বাচন হবে, এটা তো নতুন কথা নয়।’

ভিডিওতে বিরোধীদলীয় নেতার মন্তব্য, ‘আমরা ফাইভ-জি ব্যবহার করছি, এখন ইভিএম ব্যবহার করতে মানা কোথায়? কারণ, যারা ইলেকশনে জিতে যায় তারা বলে ফেয়ার হয়েছে। আর যারা হেরে যায় তারা বলে ফেয়ার হয়নি, ইভিএমের মাধ্যমে তারা ভোট কারচুপি করেছে। অবশ্যই ইভিএমের মাধ্যমে ইলেকশন করবো।’