৫১ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় হয়েছে: বাবলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের যে হৃদয়ের বন্ধন সৃষ্টি হয়েছিল, বিগত ৫১ বছরে তা আরও সুদৃঢ় হয়েছে। বর্তমান সরকারের পাশাপাশি সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিও প্রত্যাশা করে, যেকোনও পরিস্থিতিতে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে আমাদের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারতের সরকার ও জনগণ সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত ভারতীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আবু হোসেন বাবলা এ কথা বলেন। এই সময় আবু হোসেন বাবলা বাংলাদেশের সাম্প্রতিককালের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল বাংলাদেশের ইতিবাচক চিত্র ভারতের গণমাধ্যমে তুলে ধরার জন্য তাদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন ভারতের বিভিন্ন রাজ্যের ৩৬ জন সিনিয়র সাংবাদিক। গত কয়েক দিনে তারা ঢাকা, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার সফর করেন। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে আলাদা বৈঠক করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া ঢাকায় জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রামে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ভারতীয় সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়।