দুর্নীতিবাজ আমলাদের ফাঁসি চান জাপার এমপি

দুর্নীতিবাজ আমলাদের ফাঁসি চেয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। সরকারি আমলাদের বিদেশে অবৈধ সম্পদ নিয়ে সম্প্রতি বিভিন্ন সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে। ঘটনার তদন্ত করে এ বিচার দাবি করেন।

সোমবার জাতীয় সংসদে সরকারী কর্ম কমিশন বিল-২০২২ এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের ওপর আলোচনায় অংশ নিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘একটা বক্তব্য এসেছে আমলাদের প্রচুর সম্পত্তি বিদেশে আছে। এই মহান সংসদের উচিত আমলাদের বিদেশে কাদের বাড়ি আছে, সে তালিকা এ সংসদে প্রকাশ করাত। বরখাস্ত করা উচিত। বিচার বিভাগে নিয়ে যাওয়া উচিত। প্রয়োজনে ফাঁসি দেওয়া উচিত।’

দুর্নীতিবাজ আমলাদের ফাঁসির পক্ষে যুক্তি তুলে ধরে জাপার এমপি বলেন, ‘একটা মানুষ খুন করলে একজন মানুষ মারা যায়। কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করলে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয়। লক্ষ লোকের জীবন ঝুঁকির মুখে পড়ে। এই অবস্থায় তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত।’

শামীম হায়দার পাটোয়ারি বলেন, বিসিএসে দুইশ নম্বরের ভাইবা রাখা হয়েছে। এটা পরিবর্তন হওয়া উচিত। যত বেশি ভাইবা থাকবে ততবেশি অনিয়ম। লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রেই।

জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের আলোচনায় অংশ নিয়ে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বিগত বেশ কয়েক বছর ধরে বিসিএস পরীক্ষাগুলো স্বচ্ছ হয়েছে। কারণ আমি এবং আমার স্ত্রীসহ অনেক আগেই ফেস করেছি। মাঝে বিএনপির সময়ে পিএসসির পরীক্ষাগুলোতে ইন্টারফেয়ার করা হতো। এই আমলে বিসিএস পরীক্ষাগুলো ফেয়ার হয়। সরকারের অন্যান্য নিয়োগ পরীক্ষার আলাদা কোনও বডি নেই। যার জন্য অনেক সময় দুর্নীতির প্রশ্ন হয়। তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগে আলাদা বডি বনানোর প্রস্তাব দেন চুন্নু।

সরকারি দলের আলী আজমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বর্তমানে দেশে ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে একটি লাভজনক এবং অবশিষ্ট ১৪টি অলাভজনক।