ফরহাদ হোসেনকে চুন্নু

বাসায় গেলে খবর আছে!

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি কর্ম কমিশন বিল-২০২২ এর ওপর জনমত যাচাই এবং সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। যাচাই ও বাছাই কালে চুন্নু যেসব বক্তব্য দেন, সংসদে বিলটি বিবেচনার প্রস্তাবকারী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর তেমন কোনও জবাব দেননি। কেবল বিলটি বাছাই কমিটিতে পাঠানোর প্রয়োজন নেই বলে তিনি জানান।

এ বিলটির কিছু সংশোধনী প্রস্তাবও ছিলো চুন্নুর। সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনাকালে তার প্রস্তাবগুলো তুলে ধরেন এবং আশা করেন সংশোধনীগুলা গ্রহণ করবেন।

সংশোধনী আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, আমরা জনমত যাচাইয়ের ওপর বক্তব্য রেখেছিলাম। আশা করেছিলাম উনি (জনপ্রশাসন প্রতিমন্ত্রী) কিছু বলবেন। কিন্তু তাঁর ভাবটা এরকম– আসিলাম, দেখিলাম, জয় করিলাম, আর কিছু বলার নাই।

চুন্নু বলেন, তিনি আমাদের বোন জামাই। কিশোরগঞ্জের জামাই। আত্মীয়। কিছু বলতেই পারি না! কী আর করা!

পরে তিনি সংশোধনী উল্লেখ করে বলেন, আমার সংশোধনীগুলো উল্লেখ করলাম। আশা করি, মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করবেন। না করলে বাসায় গেলে খবর আছে! এসময় সংসদের সভাপতির দায়িত্বে থাকা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  হেসে ওঠেন।

প্রসঙ্গত, মেহেরপুর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন বিয়ে করেছেন কিশোরগঞ্জে। তিনি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক জনপ্রশাসনমন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো বোনের স্বামী।