আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি। কী হবে তা এখনও কেউ জানে না। যদি নির্বাচন হয় তখন আমরা সিদ্ধান্ত নেবো। যতক্ষণ পর্যন্ত আমরা ঘোষণা দিয়ে চলে  না  যাবো, ততক্ষণ আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি। আমরা প্রস্তুতি নিচ্ছি।’

শনিবার (৪ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের  বনানীর কার্যালয়ে নিজের লেখা ‘বাংলাদেশে গণতন্ত্র সোনার পাথরবাটি’ দ্বিতীয় খণ্ড ও ‘মিজারিস অব মিসকনভিন্সড ডেমোক্রেসি, ভলিউম-দুই’ বই দুটির প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

জি এম কাদের বলেন, ‘নির্বাচন যদি সঠিকভাবে হয়, তবেই আমরা নির্বাচনে অংশ নেবো। যদি আমরা মনে করি, সঠিকভাবে নির্বাচন হচ্ছে না, তখন আমরা ঘোষণা দিয়েই নির্বাচন বর্জন করবো। ঘোষণাটা আমাদের তরফ থেকেই আসতে হবে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো। নির্বাচন নিয়ে কোনও একক সিদ্ধান্ত হবে না। প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে। গণমাধ্যমের সামনে ঘোষণা দেওয়া হবে— এ কারণে আমরা নির্বাচন করছি বা করছি না।’

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট মহিউদ্দিন আহমদসহ প্রমুখ।