তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় দলের দফতর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৮ জুন প্রেসিডিয়ামের সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাল্টা বিবৃতি

এদিকে মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দেওয়াকে চরম অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত দুই কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

আরও পড়ুন:

চুন্নু বাদ, জাপার নতুন মহাসচিব শামীম পাটোয়ারী