মীর কাসেমে বিলম্বিত ‘আসল বিএনপির’ মহড়া

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেমের কারণে ‘আসল বিএনপি’র মহড়া বিলম্বিত হয়েছে বলে জানিয়েছেন দলটির উদ্যোক্তা কামরুল হাসান নাসিম। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের আইডিতে আসল বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা নাসিম একথা জানান।

নাসিমের ফেসবুক স্ট্যাটাসফেসবুকে কামরুল হাসান লেখেন, ‘‘এই ‘কাশেম’ আমাকে এবং বিএনপিকেও ভুগাচ্ছে। দলীয় বিপ্লবের মহড়া বিলম্বিত হচ্ছে।’’ এ বিষয়ে কামরুল হাসান নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহড়া বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাই না। তবে বিএনপিকে ঠিক করতে হলে মহড়া প্রয়োজন। আমি দায়িত্ব পালন করছি মাত্র।’

আসল বিএনপির একটি নির্ভরযোগ্যসূত্রের দাবি, নতুন করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহড়া দিতে চায় তারা। এক্ষেত্রে এ সপ্তাহের শনি ও রবিবার ছিল তাদের টার্গেট। কিন্তু জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমের ফাঁসি কার্যকর করা নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি আসল বিএনপি।

/এসটিএস/এমও/