শিক্ষক হত্যার প্রেক্ষাপট শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সৃষ্টি করেছেন: সাকি





জোনায়েদ সাকি। ফাইল ছবিগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করে বলেছেন, ‘ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের গণআন্দোলনে পুলিশি তাণ্ডব ও শিক্ষকসহ দুজন মানুষ হত্যার প্রেক্ষাপট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সৃষ্টি করেছেন।’ বুধবার বিকালে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাকি এসব কথা বলেন।



জোনায়েদ সাকি বলেন, ‘এই হত্যার প্রেক্ষাপট নির্মাণ করেছেন শিক্ষামন্ত্রী। তার আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংসদ সদস্য নামের মাফিয়াদের দখলে চলে গেছে, জাতীয়করণের নামে বিপুল দুর্নীতি এবং শিক্ষক নিয়োগের নামে নিয়োগ বাণিজ্য হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পতনের ইতিহাসে তিনি সবচে বড় কুশীলব হিসেবে চিহ্নিত হবেন।’
সাকি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীও এই ঘটনার দায় এড়াতে পারেন না। মুখ খুললেই গুলি, প্রতিবাদ করলেই গ্রেফতার বাংলাদেশে এখন নৈমত্তিক আইনে পরিণত হয়েছে।  এই দুই জনের কারওই নিজের পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই। আমরা এই দুই মন্ত্রীরই পদত্যাগ দাবি করছি। ’
জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার যে কতটা নিপীড়ক ও গণবিরোধী হয়ে উঠছে, তার সর্বশেষ নজির ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতীয়করণের দাবিতে করা সমাবেশে পুলিশের তাণ্ডব, গুলিবর্ষণ ও লাঠিচার্জে দুজনের মৃত্যু।  এদের মাঝে একজন ফুলবাড়িয়া কলেজেরই শিক্ষক আবুল কালাম আজাদ পুলিশের লাঠিচার্জে মারাত্মক আহত হবার পর অ্যাম্বুলেন্স এলেও পুলিশ সেটি আটকে রেখে আহত এই শিক্ষককে চিকিৎসাও নিতে দেয়নি।’
সমাবেশে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখ্তার এবং সমাবেশ সঞ্চালন করেন সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।

/এসটিএস/এএ/