‘সুন্দরবন রক্ষা’য় ৩০ জানুয়ারি ছাত্রজোটের ধর্মঘট

 

সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোটের নেতারাসুন্দরবন রক্ষায় আগামী ৩০ জানুয়ারি সোমবার ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা দেয় বামছাত্র সংগঠনগুলোর এই জোট।

জোটের সমন্বয়ক ইকবাল কবীরের সভাপতিত্বে এবং ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতারাসহ প্রগতিশীল ছাত্র জোটের নেতারা।

আশরাফুল আলম সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ছাত্রসমাজ দেশবিরোধী এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেবে না। তার দাবি, পার্শ্ববর্তী দেশের সরকারের চাওয়া পূরণ করতে সরকার মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সুন্দরবনকে নষ্ট করতে চায়।

উল্লেখ্য, সুন্দরবন রক্ষার দাবিতে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে গত ২৬ জানুয়ারির অর্ধদিবস হরতালে শাহবাগে ছাত্রদের ওপর টিয়ারশেল, জলকামান ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ ওইদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স, ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সভাপতি কাকন বিশ্বাস ও ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজিরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

/এসটিএস/এমএনএইচ/