নারী নির্যাতন বন্ধের আহ্বান ফরীদ উদ্দীন মাসঊদের

ফরীদ উদ্দীন মাসঊদনারীদের প্রতি সদয় ও সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ফরীদ উদ্দীন মাসঊদ। রবিবার দুপুরে তাড়াইলের বেলঙ্কার জামিআতুল ইসলাহ ময়দানে আখেরি মোনাজাতের পূর্বে আলোচনায় তিনি এসব কথা বলেন।
নারী নির্যাতনে কোনও কল্যাণ নেই, উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘শ্বশুর বাড়ির যৌতুকের সম্পদ গলিত পুঁজের মতো। একজন যুবক কাজ করে খাবেন। সম্পদ অর্জন করবে, বৈধভাবে খরচ করবে। এটা তার গৌরবের বিষয়। যৌতুকের উপর দৃষ্টি যাবে কেন?’
মাসঊদ আরও বলেন, ‘বিবাহ অনুষ্ঠান যা হবে ছেলের বাড়িতে, মেয়ের বাবার বাড়িতে কোনও অনুষ্ঠান হবে না। শরীয়তের দৃষ্টিতে মেয়ের বাবা খাবারের আয়োজন করতে বাধ্য নয়।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা রুহুল আমীন খান, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মুহাম্মাদ আলী, মুফতি ইবরাহীম, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা আবদুর রহীম প্রমুখ।

/সিএ/এমও/