দাবি নিয়ে গণভবনে বিশদলীয় জোট নেতা

নূর হোসাইন কাসেমীসুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য অবিলম্বে সড়াতে দাবি জানিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও বেফাকের সহ-সভাপতি নূর হোসাইন কাসেমী। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে শেখ হাসিনার সঙ্গে কওমি আলেমদের বৈঠক এসব দাবি জানান। একই সঙ্গে তিনি, আলেম-ওলামাদের নামে থাকে মামলা প্রত্যাহারের দাবিও জানান।
এছাড়াও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বৈঠকে যোগ দিতে গণভবনে গেছেন হেফাজতে ইসলামের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। এখানে তার নেতৃত্বে গেছেন প্রায় ৩০০ জন আলেম।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কওমি আলেমরা। বৈঠকে অন্যদের মধ্যে থাকবেন বেফাকের সহ-সভাপতি আশরাফ আলী, আনোয়ার শাহ, বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, নূর হোসাইন কাসেমী, মাওলানা মোস্তফা আজাদ, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, বেফাকের মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা আবদুল হামিদ প্রমুখ।
বেফাকের যুগ্ম-মহাসচিব মাওলানা মাহফুজুল হক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন। বেফাক ছাড়াও শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ, গহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারেরমহাপরিচালক মুফতি আরশাদ রাহমানি, পটিয়া মাদ্রাসার আবদুল হালীম বোখারী, সিলেটের মুফতি আবদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিএ/এমও/