সরকার ‘মূর্তি’ নিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে: সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য

সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে মূর্তি সরানোর ব্যাপারে সরকার যেভাবে জনগণকে ধোঁকা দিয়ে যাচ্ছে তা কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়, বলে জানিয়েছে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য। অবিলম্বে ‘মূর্তি’ সরাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের সমাবেশবৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের আয়োজনে ‘গ্রিক মূর্তি অপসারণের দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশ’ পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি এম রুহুল আমীন এতে সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘সামনে পবিত্র মাহে রমজান। রমজানের পর লাখো ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদের নামাজ গ্রিক দেবীকে সামনে নিয়ে আদায় করবে না। তাই খুব দ্রুত মূর্তি সরানোর ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র ঐক্যের মুখপাত্র ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম সাঈদ, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ খান, খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ আল আমিন, ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত প্রমুখ।

/এসটিএস/এমও/