দেশবাসী ‘মূর্তি’র পক্ষের দলকে বয়কট করবে: চরমোনাই পীর

 

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (ছবি- সংগৃহীত)দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনমত ও ধর্মীয় মূল্যবোধের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনও সরকার টেকেনি বলে মন্তব্য করেছেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। তিনি বলেন, ‘এ সরকারও টিকবে না। আগামী নির্বাচনে দেশবাসী মূর্তির পক্ষের নেতা ও দলকে বয়কট করবে।’ রবিবার সকালে বরিশালের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, ‘৯২ ভাগ মুসলমানের দেশে গুটিকয়েক বাম-রাম ও নাস্তিকের প্ররোচনায় মূর্তি পুনঃস্থাপন করে সরকার মুশরিকদের পক্ষাবলম্বন করেছে।’ তিনি বলেন, ‘বৃহত্তর জনগোষ্ঠীর সেন্টিমেন্টকে কোনও তোয়াক্কা না করে মূর্তি পুনঃস্থাপনের সিদ্ধান্ত ঈমানদার জনতা কিছুতেই মেনে নেবে না। প্রয়োজনে জীবন ও রক্ত দিয়ে হলেও গ্রিক মূর্তিসহ সব মূর্তি অপসারণ করা হবে। অশুভ শক্তির কাছে সরকারের পরাজয় হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘মূর্তি না সরালে ১৭ রমজান সারাদেশে বিক্ষোভ হবে। সেদিন ঈমানদার জনতা ঈমানি চেতনায় উদ্ধুদ্ধ হয়ে ময়দানে নেমে আসবে। মুসলমানদের সঙ্গে তামাশার জবাব সময়মতো দেবে। মূর্তিবিরোধী ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ  মিছিলে পুলিশ হামলা চালিয়ে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার।’ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন মুফতি সৈয়দ রেজাউল করীম।

 /সিএ/ এমএনএইচ/