১৫ শতাংশ ভ্যাট যৌক্তিক নয়: ইসলামী আন্দোলন

সপ পণ্য ও সেবার ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক নয়, বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইপীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার (১৫ জুন) পুরনো পল্টনে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ইফতার মাহফিলে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যরাইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, ‘ভ্যাটের হার সবার জন্য ঢালাও ভাবে ১৫ শতাংশ নির্ধারণ করে সাধারণ মানুষের জীবনযাত্রা কষ্টের মুখে ফেলে দেওয়া হয়েছে। সঞ্চয়ের ওপর যেভাবে আবগারি শুল্ক কর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে তা কালো টাকা সৃষ্টির ব্যবস্থাকে আরও উৎসাহিত করবে।’

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি এম রুহুল আমিনের সভাপতিত্বে ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক এ. টি. এম হেমায়েত উদ্দিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ মাসুম প্রমুখ।

/সিএ/এমও/