বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে ইসির সংলাপ শুরু

6073805dc46e349a509ccb90aef42b54-597df562dd07eবাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩০ আগস্ট) সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।  সংলাপে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

সংলাপে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের চতুর্থ দল হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি  ইসির আমন্ত্রণে এ সংলাপে অংশগ্রহণ করে।  

উল্লেখ্য, বুধবার বিকাল ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সঙ্গে ইসির আরেকটি  সংলাপ অনুষ্ঠিত হবে।