মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা ধোঁকাবাজি: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের আলোচনা সভারোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে মিয়ানমারের সঙ্গে যে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকে সই হয়েছে তা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। এমনটাই মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। শুক্রবার সকালে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মাওলানা ইসহাক বলেন, ‘আন্তর্জাতিক চাপ প্রশমনে দ্বিপক্ষীয় চুক্তির নামে মিয়ানমার পরিস্থিতি সামাল দিতে চাচ্ছে। রোহিঙ্গাদের নাগরিক ও মানবিক অধিকার নিশ্চিত না করে তাদেরকে মিয়ানমারের হায়েনাদের কাছে ঠেলে দেওয়া যাবে না। এখনও আরাকানে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা অব্যাহত রয়েছে। এ অবস্থায় রোহিঙ্গা সমস্যা কার্যকর সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আলোচনায় সম্পৃক্ত করতে হবে। মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে।’

দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘দেশে মানুষের জান, মাল, ইজ্জতের গ্যারান্টি নেই। ঘরে-বাইরে কোথায়ও আজ  মানুষের জীবনের নিরাপত্তা নেই। কে, কখন গুম হয়ে যায় সেই আশঙ্কায় সাধারণ মানুষ আজ শঙ্কিত। পঞ্চম শ্রেণি থেকে শুরু করে সব পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে একটি  স্বচ্ছ, জবাবদিহিমূলক সরকার ও প্রশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এজন্য ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলোয় জাতিকে আলোকিত করতে হবে।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মো. মিজানুর রহমান, মো. আবদুল জলিল প্রমুখ।