খালেদা জিয়ার জেল: জামায়াতসহ ২০ দলীয় জোট শরিকদের প্রতিবাদ

বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার ৫ বছরের জেল হওয়ায় প্রতিবাদ জানিয়েছে জোটের শরিক জামায়াতে ইসলামীসহ অন্যান্য শরিক দলগুলো। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলগুলো জোটনেত্রীর সাজার প্রতিবাদ ও নিন্দা জানায়।

আদালতে যাওয়ার পথে খালেদা জিয়া (ছবি: ফোকাস বাংলা)জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে।’ খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখার সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই রায় বলে মনে করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির।

মুজিবুর রহমান বলেন, ‘বিচার বিভাগের ওপর থেকে জনগণের আস্থা উঠে গেলে দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হবে। সরকার এ ধরনের সংকট সৃষ্টি করে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। কিন্তু সরকারের এ পরিকল্পনা দেশের জনগণ কখনও বাস্তবায়ন হতে দেবে না।’

খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, ‘দেশের একজন জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে সুদূরপ্রসারী নীল নকশার অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগমুহূর্তে এ রায় ঘোষণা করা হলো। এতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। সাজানো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে প্রদত্ত প্রতিহিংসামূলক ও ন্যায়ভ্রষ্ট এ রায় দেশবাসী কখনোই মেনে নেবে না।’

বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেন, ‘সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণ করা হলো। এতে করে বিচারব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা অনেক কমে যাবে।’ তার (খালেদা জিয়া) কারাবরণে আন্দোলন আরও নতুন মাত্রা পাবে বলেও জানান জেবেল রহমান গাণি।

জাতীয় পার্টির (একাংশ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর টি আই এম ফজলে রাব্বি চৌধুরী ও মহাসচিব মোস্তফা জামান হায়দার বলেন, ‘খালেদা জিয়ার কারাদণ্ড জাতীয় রাজনীতির জন্য একটি চরম অশনিসংকেত।’