শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল করবে হেফাজত

হেফাজতে ইসলামআগামী শুক্রবার (১৩ এপ্রিল) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে হেফাজতে ইসলাম। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর বিমান হামলায় শতাধিক আফগান নিরীহ শিশু-কিশোরকে হত্যাকাণ্ডের প্রতিবাদে হেফাজত এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে। মঙ্গলবার (১০ এপ্রিল) হেফাজতের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, আমেরিকা ও তাদের দোসররা আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, কাশ্মির, আরাকানসহ বিশ্বব্যাপী মুসলিম নারী শিশু ও নিরাপরাধ মুসলমানদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এই জালিমরা এত নিষ্ঠুর যে আফগানিস্তানের নিষ্পাপ শিশু হাফেজদের অনুষ্ঠানে বর্বরতম হত্যাকাণ্ড চালাতেও তাদের বিবেকে বাধেনি। জাতিসংঘের মানবাধিকার আইনে শিশু হত্যা চরম অপরাধ। অথচ মানবতার কথা বলে, নির্লজ্জভাবে এরা মানবাধিকার হরণ করে চলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এত ব্যাপক শিশু হত্যা করার পরও জাতিসংঘসহ বিশ্ব নেতারা নিরব দর্শকের ভূমিকা পালন করছে কেন? মুসলিম রাষ্ট্র নেতাদের মানবতাবোধ কোথায় হারিয়ে গেল?
আরও পড়ুন-
সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৭, আহত ১৫০