কোটা সংস্কারের দাবি যৌক্তিক: মাইজভান্ডারি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকোটা সংস্কারের দাবিকে যৌক্তিক বলে মনে করছেন তরিকত ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। তিনি বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা যে আন্দোলন করছে তার পেছনে ‍যুক্তি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর যৌক্তিকতা বুঝতে পেরেই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তবে, এই আন্দোলনকে কেন্দ্র করে অসৎ উদ্দেশ্য সফল করতে অপরাজনীতির চেষ্টা হচ্ছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা যখন কথা দেন তখন তা রাখেন। তিনি বারবার তার প্রমাণ দিয়েছেন। তাকে সময় দিতে হবে।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলনকারীদের সঙ্গে বসে আগামী ৭ মে’র মধ্যে বিষয়টি বিচার বিশ্লেষণ করার কথা বলেছেন। আন্দোলনকারীরাও এটা মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন। কিন্তু আজকে নতুন একটি দাবি জানালো মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটা মাত্র ১০ শতাংশ হবে, বাকি ৯০ শতাংশ মেধাভিত্তিক করতে হবে। আমি মনে করি এটা যৌক্তিক দাবি নয়।’

ছাত্র আন্দোলনের সুযোগ বিএনপি-জামায়াত নেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, আন্দোলনকারীদের বলবো অযৌক্তিক কথা না হলে কোনও ধরনের অপরাজনীতির শিকার না হওয়া অনুরোধ জানাবো। এখানে কেউ একটি লাশের রাজনীতি করতে চাইছে। বিএনপি-জামায়াত সবাই মিলে নির্বাচনকে সামনে রেখে অপরাজনীতিতে ব্যস্ত। তারা এর মধ্যে অন্য কিছু খুঁজছে।