ভেজাল প্রতিরোধে অভিযান পরিচালনার আহ্বান হেফাজতের

রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং খাদ্যপণ্যসহ সব পণ্য ভেজালমুক্ত রাখতে অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার (১৭ মে) এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী  ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী এই  আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘এক শ্রেণির অসাধু ব্যবসায়ী রমজান মাসে অতি মুনাফা লাভের আশায় বাজারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে। অতি মুনাফালোভী ব্যবসায়ীরা যাতে পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে তাদেরকে নিয়ন্ত্রণ করুন। দেশের মানুষ যাতে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে, সেজন্য কঠোরভাবে বাজার মনিটরিং করুন।’

আহমদ শফী  ও  জুনায়েদ বাবুনগরী  আরও বলেন, ‘রমজান তাকওয়া অর্জন ও মুত্তাকী হওয়ার মাস। মুমিনগণ রোজা রেখে হিংসা, বিদ্বেষ, দুর্নীতি, মিথ্যা, জুলুম, ঠকানো,  অন্যায় কাজসহ সব রকম পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা চালায়। আদর্শ কল্যাণময় সমাজ গঠনের প্রধান শর্ত হচ্ছে মানুষের আত্মশুদ্ধি। তাই রমজানে শিরক বিদআত এবং সব কুসংস্কার ও অপসংস্কৃতি থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন।’

আরও পড়ুন: বাজার সামলাতে ব্যস্ত সরকারের ১২ সংস্থা, তবু অস্বস্তিতে ক্রেতারা