১৫ আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করলে ছাত্রলীগ প্রতিহত করবে: রাব্বানী

গোলাম রাব্বানী১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়া জন্মদিন পালন করলে তা প্রতিহত করা হবে বলে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কোনও নেতাকর্মী বেচেঁ থাকতে, বিএনপি ও তার অঙ্গসংগঠন এবং খালেদা জিয়াকে ১৫ আগস্টে জন্মদিন পালন করতে দেওয়া হবে না। শোক দিবসে কোনও জায়গায় যদি খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন হয় তবে তা প্রতিহত করা হবে।’

বৃহস্পতিবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে গুজব ছড়ানোর কথা উল্লেখ করে রাব্বানী বলেন, ‘আমরা এরই মধ্যেই ৭০০টি ফেসবুক আইডি শনাক্ত করেছি। যারা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বানানোর অপচেষ্টা চালিয়েছে। তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তথ্য-প্রযুক্তি বিষয়কমন্ত্রী মোস্তাফা জব্বার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি তাকে।’

সমাবেশে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আজকে সাম্প্রদায়িক গোষ্ঠী সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আজকের এ ছাত্র সমাবেশ।’