২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা ন্যাপ-এনডিপি’র

 

ন্যাপ-এনডিপি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (নিবন্ধিত) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি-এনডিপি। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দল দুটির পক্ষে ‘জাতীয় ঐক্যফ্রন্ট ও বতর্মান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি।

তিনি বলেন, ‘আজকে এই মুহূর্ত থেকে ন্যাপ ও এনডিপি সাংবিধানিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে ২০ দলীয় জোটের শরিক হিসেবে সকল সম্পর্ক ছিন্ন করছে।’

সংবাদ সম্মেলনে বক্তব্যে জেবেল রহমান আরও বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ক্ষেত্রে বি. চৌধুরীর সঙ্গে ফ্রন্ট গঠনের নায়কদের আচরণ আমাদের হতাশ করেছে। ড. কামাল, আ. স. ম. রব বা বিএনপির নেতৃস্থানীয়দের কাছে জাতি এ ধরনের আচরণ প্রত্যাশা করে না।’

সংবাদ সম্মেলনে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়াসহ দল দুটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: 

যে কারণে বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ছেন গাণি