বা‌ংলাদেশ খেলাফত মজলিসের আমির হাবীবুর রহমান আর নেই






খেলাফত মজলিসের আমির হাবীবুর রহমানবাংলাদেশ খেলাফত মজলিসের আমির হাবীবুর রহমান বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিলেটের ঐতিহ্যবাহী জামিআ মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। দলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে হাবীবুর রহমানের জানাজা শেষে জামেয়া মাদানীয়া কাজিরবাজার মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

এদিকে হাবীবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।

শোকবার্তায় তারা বলেন, হাবীবুর রহমানের মৃত্যুতে জাতি একজন জ্ঞানবান আলেমকে হারালো। তার মৃত্যুতে দেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতির নেতৃত্বে অপূরণীয় ক্ষতি হয়েছে।