গির্জা ও মসজিদে হামলাকারীরা মানবতার দুশমন: খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনশ্রীলঙ্কার কলম্বোসহ কয়েকটি গির্জায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় ২৯০ জন নিহত ও মসজিদে হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ‘গির্জা ও মসজিদে হামলাকারীরা মানবতার দুশমন।’ সোমবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে মাওলানা আতাউল্লাহ বলেন, ‘খ্রিস্টান ভাই-বোনদের ওপর নৃশংস ও ন্যাক্কারজনক এ হামলায় আমরাও ব্যথিত ও মর্মাহত। কোনও সুস্থ শান্তিকামী মানুষ এ কাজ করতে পারে না। যারা এ হামলা চালিয়েছে, তারা মানবতার দুশমন। মানবতার প্রতি তাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। মানবতার দুশমনদের প্রতিহত করতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। গির্জাগুলোতে হামলার পর এই সন্ত্রাসী হায়েনারাই পরবর্তীতে মসজিদেও আক্রমণ চালিয়েছে। সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই। মুসলিম-অমুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্যই তারা পরিকল্পিত হামলা চালিয়েছে।’ তিনি বর্বোরোচিত হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করতে বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে সোচ্ছার হওয়ার আহবান জানান।