এলডিপি একাংশের আংশিক কমিটি ঘোষণা

এলডিপি একাংশের জাতীয় কাউন্সিলআংশিক কমিটি ঘোষণা করেছে ভেঙে যাওয়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশ। এতে আবদুল করিম আব্বাসী সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পঞ্চম জাতীয় কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য দুজন হলেন, সিনিয়র সহসভাপতি সাবেক এমপি আবদুল গণি এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাশার।
জাতীয় কাউন্সিলে ৩০টি জেলা থেকে সহস্রাধিক কাউন্সিলর যোগ দেন। কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি থেকে পদত্যাগ করে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নতুন এ কমিটি গঠন করলেন। এ বিষয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রসঙ্গত, এলডিপির অলি আহমদের নেতৃত্ব অস্বীকার করে গত ২ ডিসেম্বর পৃথক দল ঘোষণা করেন আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম। ওই দিন সংবাদ সম্মেলনে নবগঠিত এলডিপির আহ্বায়ক আব্দুল করিম আব্বাসী বলেন, ‘দল পরিচালনায় অলি আহমদের একনায়কসুলভ মানসিকতায় আমরা হতাশ। তাই নতুন দল গঠন করতে বাধ্য হয়েছি।’