সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি খেলাফত মজলিসের

খেলাফত মজলিশসিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি জানিয়েছেন খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপির উদ্দেশ্যে নির্বাচন কমিশন ইভিএম নিয়ে ব্যস্ত। দেশবাসী আর জালিয়াতি ও প্রহসনের নির্বাচন দেখতে চায় না।’ বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থীদের ওপর হামলা, মামলা, ভয়-ভীতি অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার গাবতলীতে প্রচারণা চালানোর সময় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর ন্যাক্কারজনকভাবে আক্রমণ চালানো হয়েছে। এ আক্রমণ দেখেই বোঝা যায়, নির্বাচন কেমন হবে। আর নির্বাচন কমিশনের এসব অন্যায় দেখার সময় নেই। সিটি নির্বাচনে ইভিএম বাতিল করতে হবে।’
দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মুহাম্মদ আবদুল হালিম, মো. আবদুল জলিল প্রমুখ।