ইভিএমে জনগণের আস্থা নেই: আবদুল কাদের

আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরএখন আর ভোটাররা ভোট দিতে যেতে চায় না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ‘ইভিএমের প্রতি জনগণের আস্থা নেই। একজন নির্বাচন কমিশনারই বলেছেন, কেন্দ্র দখল করে ইভিএমেও ভোট জালিয়াতি করা সম্ভব।’ শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে আয়োজিত ‘নির্বাচনে বিতর্কিত ইভিএম ব্যবহার: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

আহমদ আবদুল কাদের বলেন, ‘নতজানু নির্বাচন কমিশন ও বর্তমান কর্তৃত্ববাদী সরকারের প্রতি জনগণের কোনও আস্থা নেই। বিরোধী দল তথা বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় বাধা, হামলা, মামলা অব্যাহত রয়েছে। তাই, বর্তমান ইসি ও সরকারের অধিনে কোনোভাবেই একটি গ্রহনযোগ্য নির্বাচন হতে পারে না।’

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল, অধ্যাপক সাহাব উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।