ত্রাণ বিতরণে স্বচ্ছতায় সর্বদলীয় কমিটি গঠনের দাবি গণসংহতির

গণসংহতি আন্দোলনকরোনা পরিস্থিতিতে চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা আনতে সর্বদলীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে জোনায়েদ সাকি নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন।

সোমবার (৬ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় দলটি। দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এক যুক্ত বিবৃতিতে প্রশ্ন তুলে বলেন, সব মিলিয়ে এটা মহামারি মোকাবেলার প্রণোদনা, নাকি সাধারণ অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য প্রণোদনা- সেটাই বোঝা মুশকিল।

বাচ্চু ভুঁইয়া সাক্ষরিত ওই বিবৃতিতে গণসংহতির দুই শীর্ষনেতা বলেন, বর্তমান ‘লকডাউন’ পরিস্থিতিতে কাজ হারানো মানুষের জন্য ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে ও পর্যাপ্ত লংগরখানা খুলে তিনবেলা খাবারের ব্যবস্থা করতে হবে। এই সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সকল দলের প্রতিনিধিদের নিয়ে প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে।

বিবৃতিতে বেসরকারি ও নাগরিক উদ্যোগের মাধ্যমে করোনা মহামারি মোকাবিলায় যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে- তার মধ্যে সমন্বয় গড়ে তোলার জন্যেও আহ্বান জানানো হয়।