চিকিৎসকদের হুমকি ও বরখাস্ত বন্ধ করার দাবি গণসংহতির

গণসংহতি আন্দোলন


করোনা মহামারির এই সময়ে সামনের সারির যোদ্ধা চিকিৎসকদের হুমকি দেওয়া ও বরখাস্ত বন্ধ করার আহ্বান জানিয়েছে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন। সোমবার (১৩ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল বলেন, এই মুহূর্তে বাংলাদেশে একটি মহামারি অতিক্রম করছে। ডাক্তাররা যার সামনের সারির যোদ্ধা। তাদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া এই মহামারি মোকাবিলা করা যাবে না। তাদের কাজের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম, খাদ্য, সর্বোপরি কাজের পরিবেশ নিশ্চিত করতে না পারলে সেটা সবার জন্যই বিপদ ডেকে আনবে। এরকম পরিস্থিতিতে ডাক্তারদের হুমকি দিলে, বরখাস্ত করলে করোনা পরিস্থিতিতেও তার কুপ্রভাব পড়বে।
তারা বলেন, ‘ডাক্তারদের পেশাগত কর্তব্য পালন করতে হলে তাদের পেশাগত অধিকারও নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের অধিকার ও মর্যাদা রক্ষা করে তারা যেন পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তার ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান গণসংহতি আন্দোলনের দুই নেতা।