টিকা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৮ দফা সুপারিশ

টিকা নিয়ে আট দফা সুপারিশ ব্যক্ত করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘দেশে করোনা টিকা নিয়ে মুনাফাকেন্দ্রিক যেকোনও প্রকার ব্যবসা ও মধ্যস্বত্বভোগী রাখার ব্যবস্থা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।’

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুপারিশগুলো উত্থাপন করেন সাইফুল হক। তিনি বলেন, ‘করোনার টিকা নিয়ে দেশের মানুষ কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে জিম্মি হতে পারে না। সরকারও কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্লাকমেইলের শিকার হতে পারে না।’

সংবাদ সম্মেলনে তিনি করোনার টিকাকে ‘জনপণ্য’ বিবেচনা করে বিনা পয়সায় সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক নাগরিকের টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি টিকা আমদানিতে বিকল্প উৎসের অনুসন্ধান এবং টিকা প্রদানে রাজনৈতিক, দলীয় প্রেসার, গ্রুপগত যেকোনও ধরনের পক্ষপাতিত্ব পরিহার করার আহ্বান জানান।

আট দফা সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো: করোনা টিকা আমদানি, ব্যবস্থাপনা, প্রয়োগসহ গোটা পদক্ষেপ রাষ্ট্রীয় ব্যবস্থায় সম্পন্ন করতে হবে। করোনা টিকা আমদানিতে জরুরিভিত্তিতে বিকল্প উৎসসমূহ বের করতে হবে। টিকা প্রদানের অগ্রাধিকারে যেকোনও রাজনৈতিক, দলীয় প্রেসার ও গ্রুপগত বিবেচনা পরিহার করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনেতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন, মোজাম্মেল হোসেন প্রমুখ।