বিনামূল্যে মানসম্পন্ন করোনা টিকা নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে মানসম্পন্ন করোনা টিকা নিশ্চিতের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। সোমবার (২৫ জানুয়ারি) দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, মহামারি করোনাভাইরাসের আক্রমণ রোধে দেশের সব নাগরিককে বিনামূল্যে মানসম্পন্ন করোনা টিকা প্রদান করতে হবে। বিশ্বের অনেক দেশ নাগরিকদের বিনামূল্যে করোনার টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। টিকা বাণিজ্য রোধে সবাইকে বিনামূল্যে টিকা দিতে হবে। নির্ভরযোগ্য উৎস থেকে করোনা টিকা সংগ্রহ করতে হবে। ভারত থেকে আমদানিকৃত করোনাভাইরাসের টিকা নিয়ে জনমনে প্রচণ্ড অনাস্থা ও সন্দেহ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীও এই টিকা গ্রহণ করেননি। আর করোনাভাইরাসের টিকা নিয়ে শুধু একটি দেশের ওপর নির্ভরশীলতা কেন? আবার তাও অনেক বেশি দামে ক্রয় করা হচ্ছে। এ ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছে। করোনার টিকা নিয়ে ভুয়া করোনা টেস্ট, অকার্যকর মাস্কসহ পিপিইর মতো দুর্নীতি ও জালিয়াতি কোনোভাবেই সহ্য করা হবে না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলতে দেওয়া যায় না। করোনাভাইরাসের টিকা নিয়ে জনমনের অনাস্থা ও সন্দেহ দূর করতে প্রধানমন্ত্রীসহ সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শুরুতেই প্রকাশ্যে করোনা টিকা গ্রহণ করা উচিত। টিকা নিয়ে জনমনের অনাস্থা ও সন্দেহ দূর করে সবাইকে বিনামূল্যে টিকা নিশ্চিত করতে না পারলে করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যাবে না।