বিচার বিভাগে বাংলা চর্চা বাধ্যতামূলক করার দাবি খেলাফত মজলিসের

বিচার বিভাগসহ রাষ্ট্রীয় সব কার্যক্রমে বাংলা ভাষার চর্চা বাধ্যতামূলক করার দাবি খেলাফত মজলিস। দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘ভাষার জন্যে জীবনদান বিশ্বের ইতিহাসে এক অন্যন্য ঘটনা। পৃথিবীতে ভাষার অধিকার রক্ষার জন্যে জীবনদানের একমাত্র ঘটনা ২১ ফেব্রুয়ারির আত্মদান।

রবিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘আজকে আমাদের দায়িত্ব হচ্ছে— বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করা। আমাদের ইতিহাস,ঐহিত্য ও মূল্যবোধের আলোকে এ ভাষাকে সমৃদ্ধ করা। বিচারবিভাগসহ রাষ্ট্রীয় সকল কার্যক্রমে বাংলা চর্চা বাধ্যতামূলক করতে হবে। বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর বিজাতীয় আগ্রাসন রোধ করতে হবে।’

তিনি বলেন, ‘ভাষা আন্দোলনের আরেকটি শিক্ষা হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। যেকোনও অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’

সভায় বায়ান্ন’র ভাষা আন্দোলনে শাহাদৎবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া- মুনাজাত করা হয়। দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত  সভায় বক্তব্য রাখেন— দলের যুগ্মমহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় সহ-প্রচার, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি ডা. রিফাত হোসেন মালিক, ঢাকা মহানগরী দক্ষিণ সহসভাপতি মাওলানা নুরুল হক প্রমুখ।