লেখক মুশতাক আহমেদের মৃত্যু বর্বর হত্যাকাণ্ড: সিপিবি

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক  বিবৃতিতে বলেন, ‘দমননীতি ও নিবর্তনমূলক আইনে কারা অন্তরীণ লেখকের মৃত্যু কোনও সাধারণ মৃত্যু নয়। এটি একটি বর্বর হত্যাকাণ্ড।’

বিবৃতিতে তারা বলেন, ‘ক্ষমতাসীন সরকার লেখক মুশতাক আহমেদের হত্যার জন্য দায়ী। তিনি মত প্রকাশের অধিকারের জন্য প্রাণ উৎসর্গ করেছেন।’ বিবৃতিতে মানুষের মত প্রকাশের অধিকার হরণ এবং প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী আইন প্রয়োগ অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।