নারীর প্রতি সহিংসতা রোধে শরিয়াহ আইনের বিকল্প নাই: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘ইসলাম নারীদের সবচেয়ে বেশি মর্যাদা ও অধিকার দিয়েছে। তাই নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে শরিয়াহ আইনের বিকল্প নাই।’

সোমবার (৮ মার্চ) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনুছ আহমাদ বলেন, ‘আজ সর্বত্র নারী জাতিকে পশ্চিমা সংস্কৃতির মতো আমাদের দেশেও ভোগ্য পণ্যের বিজ্ঞাপনের মডেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরিবার, সমাজ, অফিস, আদালত থেকে শুরু করে সব জায়গায় নারীরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, নির্যাতন ও সহিংসতার শিকার হতে হচ্ছে। তাদের মর্যাদা প্রতিষ্ঠিত তো হচ্ছেই না বরং প্রাপ্য অধিকার খর্ব করা হচ্ছে। নারী জাতির প্রাপ্য সম্মান, অধিকার নিশ্চিত করতে এবং তাদের প্রতি সব ধরনের সহিংসতা রোধে ইসলামী শরিয়াহ আইনের বিকল্প নাই।’

সভায় উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাহমুদুল হাসান চৌধুরী, শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।