‘সরকারের সিদ্ধান্তহীনতায় করোনার ভয়াবহ রূপ’

‘সরকারের একের পর এক সিদ্ধান্তহীনতার কারণে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে’ বলে অভিযোগ করেছে গণফোরামের একটি অংশ। রবিবার (১১ এপ্রিল) দুপুরে একাংশের নেতা লতিফুল বারী হামীম স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা ও গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক ড. আবু সাইয়িদ এবং দলের মুখপাত্র সুব্রত চৌধুরীর যৌথ এই বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারের উদাসীনতা, অব্যবস্থাপনা ও সিদ্ধান্তহীনতায় পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। করোনাকালে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া এবং গণপরিবহন ও মার্কেটগুলো একবার বন্ধ করে আবার খুলে দেওয়া, প্রণোদনার নামে জনগণের সঙ্গে প্রতারণা ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’

বিৃবতিতে অভিযোগ করা হয়, ‘একবছরের মধ্যে আইসিইউ এর সংখ্যা বাড়াতে সরকারের কোনও কার্যকর উদ্যোগ নেই।’