মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোনও উন্নয়ন নেই: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোনও উন্নয়ন নেই। তবে সামাজিক কার্যক্রমে লুটপাটের আশঙ্কা থাকায় সেনাবাহিনীকে দিয়ে দ্রুত একটা সঠিক তালিকা তৈরিই পারে এই সমস্যার একটা গ্রহণযোগ্য সমাধান করতে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে মান্না এসব কথা বলেন। 

মান্না বলেন, ‘দেশের দুই কোটি পরিবারকে ১০ হাজার করে টাকা দিলে প্রয়োজন মাত্র ২০ হাজার কোটি টাকা। সেইসঙ্গে আরও কিছু ক্ষেত্র‌ যোগ করলে আরও কয়েক হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এই বছর সরকারের পরিচালনা ব্যয় নানা দিক থেকে কমানো হয়েছে এবং উন্নয়ন বাজেটেরও একটা বড় অংশ এখনও ব্যয় করা হয়নি। প্রয়োজনে অনেক উন্নয়ন ব্যয় বন্ধ রেখে টাকার সংস্থান করতে হবে।’

মান্না আরও বলেন ‘এই টাকা একটা চমৎকার বিনিয়োগও। কারণ, এই পরিবারগুলো বাজারে এই টাকা খরচ করলে যে চাহিদা তৈরি হবে, সেটা সংশ্লিষ্ট অনেক খাত এবং শিল্প উৎপাদনের জন্য খুব বড় প্রভাব রাখবে। অনেক ব্যবসা এবং শিল্প চাঙ্গা হয়ে উঠবে। এই পদ্ধতিতে শিল্পে প্রণোদনা দেওয়ার পরিমাণ অনেক কমিয়ে আনতে পারবে সরকার।’

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের ছয় দফা উল্লেখ করেন মান্না। এ সময় উপস্থিত ছিলেন দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয়  কমিটির সদস্য মোমিনুল ইসলাম, সাকিব আনোয়ার,  আবু তালেব দেওয়ান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান খসরু এবং সাধারণ সম্পাদক রাজ্জাক সজীব।