ইকবাল হোসেনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি

নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি ও সোনারগাঁ থানা সভাপতি মাওলানা ইকবাল হোসাইনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। পাশাপাশি তার মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন দলটির নেতারা।

শুক্রবার (২১ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর আফজালুর রহমান, রেজাউল করিম জালালী, আলী উসমান, সাঈদ নূর, যুগ্ম মহাসচিব আব্দুল আজীজ, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, জি এম মেহেরুল্লাহ, এনামুল হক মূসা, আবুল হাসানাত জালালী, সমাজকলাণ সম্পাদক মাহবুবুল হক, বায়তুলমাল সম্পাদক নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহসিনুল হাসান ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া।

বিবৃতিতে মজলিসের নেতারা বলেন, ‘দেশের মানুষ মনে করছে মাওলানা ইকবাল হোসাইনকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রিমান্ডে অসুস্থ হওয়ার পরও তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি; বরং চিকিৎসায় অবহেলা করা হয়েছে। যার পরিণতিতে তিনি শাহাদাত বরণ করেছেন। সরকার এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। সুতরাং বিচারবিভাগীয় সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে।’

উল্লেখ্য, মাওলানা ইকবাল হোসাইন কারাবন্দী থাকাকালীন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ মে) ইন্তেকাল করেন।