পৃথিবীর দুরবস্থা মানুষের তৈরি: ফয়জুল করীম

বর্তমান পৃথিবীর যে দুরবস্থা তা সবই মানুষের তৈরি বলে মনে করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘বর্তমান পৃথিবীজুড়ে একটি আন্দোলন চলছে, কীভাবে পরিবেশ দূষণ থেকে পৃথিবী নামক গ্রহকে রক্ষা করা যায়। মানব সৃষ্ট পরিবেশ দূষণ থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে সর্বস্তরে সচেতনা বৃদ্ধির বিকল্প নেই।’

শুক্রবার (৪ জুন) বিকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ‘পরিবেশ, প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে ফয়জুল করীম এসব কথা বলেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় ‘ইসলাম সুমহান আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই’ বলে জানান।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন— ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আশরাফুল আলম, লেখক মাওলানা যাইনুল আবেদীন, ড. আবদুল লতিফ মাসুমসহ আরও অনেকে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইমতিয়াজ আহমেদ সজল।