ফুলেল শ্রদ্ধায় নবাব সলিমুল্লাহকে স্মরণ

মহান মুক্তিযুদ্ধের ঠিক একশ বছর আগে জন্ম নিয়েছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ খান। নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম এই প্রতিষ্ঠাতার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (৭ জুন) রাজধানীর বেগম বাজারে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

ফুলেল শ্রদ্ধা জানিয়ে উপস্থিত নেতারা বলেন, ইতিহাস থেকে নবাব স্যার সলিমুল্লাহ'র নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। কিন্তু তিনি বেঁচে থাকবেন মুসলিম জাতিসত্ত্বার মধ্য দিয়েই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার সংগ্রাম আর আধিপত্যবাদ বিরোধী লড়াই যতদিন চলবে ততদিন নবাব সলিমুল্লাহ অনুপ্রেরণা যোগাবেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ঢাকা নবাব স্যার সলিমুল্লাহ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমরান হাসান, মুসলিম লীগ নেতা অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, মো. নজরুল ইসলাম প্রমুখ।

বাংলা পিডিয়ার তথ্য অনুযায়ী, ব্রিটিশ সরকার নবাব সলিমুল্লাহকে ১৯০২ সালে সিএসআই; ১৯০৩ সালে নওয়াব বাহাদুর; ১৯০৯ সালে কেসিএসআই এবং ১৯১১ সালে জিসিএসআই উপাধি প্রদান করে। ১৯১৫ সালের ১৬ জানুয়ারি কলকাতার চৌরঙ্গীর বাসভবনে নওয়াব সলিমুল্লাহর মৃত্যু হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ ঢাকায় এনে বেগম বাজারস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।